রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন।
তিনি সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এ অংশগ্রহণ করবেন এবং একইসঙ্গে উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকেও যোগ দেবেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা রোমে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নেবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।”
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তও তুলে ধরেন তিনি। শফিকুল আলম বলেন, “সভায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের দাসত্ব থেকে বেরিয়ে এসে স্বনির্ভর হতে হবে। বর্তমানে যে পরনির্ভরশীল অবস্থায় রয়েছি, তা থেকে বেরিয়ে আসাই একমাত্র পথ।’”
এছাড়া ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ সমস্যা সমাধান হবে।
শিক্ষা ব্যবস্থার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রেস সচিব বলেন, “বর্তমানে দেশে অতিরিক্ত পরিমাণে বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা চাকরির বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি করছে। তাই বিজ্ঞানভিত্তিক গ্র্যাজুয়েশন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই বিষয়ে উপদেষ্টা পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে।”
১০৬ বার পড়া হয়েছে