ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত হলিক্রস কলেজের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে অজ্ঞাত কেউ বা কারা ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
ঘটনার পরপরই তেজগাঁও থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে উদ্ধারকৃত অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান জানান, কারা এই ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১০ বার পড়া হয়েছে