সর্বশেষ

আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস।

বিষয়টি নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে নিশ্চিত করেছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, "শান্তি চুক্তির অর্থ হল, খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।"

গত মাসে গাজা সংকট নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা উত্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর মিসরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি আলোচনা শুরু হয়, যেখানে অংশ নেয় হামাস ও ইসরায়েল প্রতিনিধি দল। আলোচনার তৃতীয় দিনে আজ বুধবার শান্তিচুক্তির প্রথম ধাপে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছায়।

এই আলোচনা ও চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অন্যান্য কূটনীতিক।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, "গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সকল শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ।" এর ফলে জিম্মিদের মুক্তি, বন্দি বিনিময় ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলবে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটাবে এবং ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারে বাধ্য করবে। তারা চুক্তির সফল বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে এবং একইসঙ্গে ইসরায়েলকে চুক্তির সব শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, "ইসরায়েলের জন্য এটি একটি মহান দিন। এর ফলে আমাদের জিম্মিরা বাড়ি ফিরে আসবে।" তিনি মার্কিন প্রশাসন ও ইসরায়েলি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। তাদের মধ্যে এখনো ৪৭ জন জিম্মিতে রয়েছেন, যাদের মধ্যে ২৫ জন জীবিত নেই বলে দাবি করেছে ইসরায়েল।

হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল টানা হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৭৩ জনে, যাদের মধ্যে শিশু রয়েছে ২০ হাজার ১৭৯ জন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন