সর্বশেষ

রাজনীতি

সাত বছর পর জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাত বছর পর দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পৌঁছান তিনি।

গুলশানের বাসা 'ফিরোজা' থেকে নীল রঙের একটি প্রাইভেটকারে করে রওনা হন খালেদা জিয়া। মাজার চত্বরে পৌঁছানোর পর গাড়ির ভেতর থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ এবং শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

জিয়ারতকালে মাজারের সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ নিরাপত্তাকর্মীরা।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন জানান, “রাতে ম্যাডাম হঠাৎ ইচ্ছা প্রকাশ করেন জিয়াউর রহমানের কবর জিয়ারত করার। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়।”

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় রায় ঘোষণার পর কারাবন্দি হন খালেদা জিয়া। কারাবরণের আগেই সর্বশেষ তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন