হৃদয়-মিরাজের লড়াকু জুটি, কিন্তু ধসে পড়ল বাংলাদেশের ইনিংস

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়ে ব্যাট হাতে ভালো সূচনা করলেও ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া টাইগাররা ৪৯.৫ ওভারে অলআউট হয়ে সংগ্রহ করে মাত্র ২২১ রান।
শুরুর দিকে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও ওয়ানডে অভিষিক্ত সাইফ হাসান ভালো শুরু এনে দিলেও ইনিংসের চতুর্থ ওভারে ভেঙে পড়ে বাংলাদেশের টপ-অর্ডার। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ১০ রানে ফেরেন তামিম। এরপর দ্রুত বিদায় নেন শান্ত (২) ও সাইফ হাসান (২৬), যার ফলে মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ধীরে ধীরে ইনিংস মেরামত করতে থাকেন তারা। দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। তাদের দৃঢ়তায় একসময় ২৮০ রানের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু ইনিংসের শেষ দিকে আবারও ধসে পড়ে ব্যাটিং লাইনআপ।
হৃদয় ও মিরাজের বিদায়ের পর আর কেউই বড় ইনিংস গড়তে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ২২১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস, যেখানে বাকি ছিল মাত্র ৭ বল।
আফগান বোলারদের মধ্যে আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান ছিলেন সবচেয়ে সফল। তাদের কাঁধেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ সময়ে।
প্রথম ওয়ানডেতে লড়াইয়ের মতো রান তুললেও জয়ের জন্য এবার নিখুঁত বোলিং পারফরম্যান্স দেখাতেই হবে টাইগারদের।
১০৭ বার পড়া হয়েছে