ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ বাংলাদেশি নিহত

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদরা এলাকা থেকে মাছ ধরে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
প্রাথমিকভাবে পাঁচজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু এবং রকি। নিহতদের মরদেহ বর্তমানে ওমানের দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহতরা সাগর থেকে মাছ আহরণ শেষে গাড়িযোগে বাসায় ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওমানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তারা সবাই সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে এখনো নিহতদের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।”
প্রসঙ্গত, ওমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তৃতীয় বৃহত্তম গন্তব্য। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন।
১১৬ বার পড়া হয়েছে