সিদ্ধেশরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে নবনির্মিত সিদ্ধেশরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফাঁড়ি দুটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর কমিশনার ভবনগুলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাঁড়ির ব্যারাকসহ অন্যান্য সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন।
নতুন এ ফাঁড়ি ভবন দুটি এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমান।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ফাঁড়ি ভবনগুলো নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থায় আরও গতি আসবে এবং পুলিশি সেবার মান উন্নত হবে।
১১৩ বার পড়া হয়েছে