সর্বশেষ

আন্তর্জাতিক

মিসরে হামাস-ইসরায়েল পরোক্ষ আলোচনা: হামাস কী শর্ত দিল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মিসরের পর্যটন নগরী শারম আল-শেখে এই আলোচনা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার আলোকে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট নিশ্চয়তা চাইছে।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গাজা নিয়ে একটি চুক্তির বাস্তব সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এতে সক্রিয় ভূমিকা রাখবে।

বুধবারও আলোচনা অব্যাহত রয়েছে। এতে অংশ নিতে কাতার ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মিসরে পৌঁছেছেন।

এদিকে, হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর যৌথ জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা যেকোনো মূল্যে প্রতিরোধ চালিয়ে যাবে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, “ফিলিস্তিনি জনগণের অস্ত্র কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।” বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টিকে লক্ষ্য করেই এই বক্তব্য দেওয়া হয়েছে।

হামাসের সিনিয়র নেতা ফাওজি বারহুম জানান, আলোচনা একটি পূর্ণ যুদ্ধবিরতির লক্ষ্যে হচ্ছে। হামাস চাইছে গাজা থেকে ইসরায়েলি সেনারা সম্পূর্ণভাবে সরে যাক। তবে ট্রাম্পের পরিকল্পনায় সেনা প্রত্যাহারের সময়সীমা স্পষ্ট নয়। প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলি সেনা প্রত্যাহার ধাপে ধাপে হবে এবং তা নির্ভর করছে হামাসের হাতে থাকা ৪৮ ইসরায়েলি বন্দির মুক্তির ওপর। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে প্রায় ২০ জন এখনো জীবিত আছেন।

আল-কাহেরা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হায়া বলেন, “দখলদারদের আমরা এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না।” তিনি আরও জানান, যুদ্ধ শেষ হওয়ার পর তা যেন পুনরায় শুরু না হয়—এই নিশ্চয়তা ছাড়া তারা কোনো চুক্তিতে যাবে না।

অন্যদিকে, আলোচনা চলাকালেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, মঙ্গলবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন