সর্বশেষ

আন্তর্জাতিক

অপেক্ষা শেষ হচ্ছে আজ, ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা কতটুকু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। নরওয়ের নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (০৯:০০ GMT) বিজয়ীর নাম ঘোষণা করবে।

তবে একটি বিষয় এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে—এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি নিজেকে বহুবার পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে উপস্থাপন করেছেন।

বিশ্ব রাজনীতি বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০২৪ সাল ছিল সশস্ত্র সংঘাতের দিক থেকে সবচেয়ে ভয়াবহ বছর। এমন প্রেক্ষাপটে কাকে সম্মান জানানো হবে শান্তির জন্য, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

ট্রাম্পের দাবি, বিশেষজ্ঞদের সংশয়
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন, যা তাঁকে শান্তির দূত হিসেবে তুলে ধরে। তবে বিশেষজ্ঞরা এ দাবি গ্রহণ করছেন না। সুইডেনের আন্তর্জাতিক সম্পর্কবিদ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন সাফ জানিয়ে দিয়েছেন, “না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। ভবিষ্যতে তাঁর উদ্যোগগুলো হয়তো মূল্যায়নের সুযোগ পাবে, তবে এখনই নয়।”

ট্রাম্পের এককেন্দ্রিক ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে আন্তর্জাতিক সহযোগিতা, জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়গুলো তাঁর বিরুদ্ধে গেছে বলে মত দেন বিশ্লেষকেরা।

অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার বলেন, “গাজা সংকটের শান্তিপ্রচেষ্টা বাদ দিলে, ট্রাম্পের বহু কর্মকাণ্ড শান্তি পুরস্কারের মূল নীতির পরিপন্থী।” তিনি আরও জানান, জাতির ভ্রাতৃত্ব, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করাই আলফ্রেড নোবেলের ইচ্ছা ছিল।

কারা রয়েছেন আলোচনায়?
এ বছর শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। যদিও নামের তালিকা ৫০ বছর গোপন রাখা হয়, তথাপি কিছু আলোচিত নাম ঘুরে বেড়াচ্ছে।

সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ — যুদ্ধ ও দুর্ভিক্ষে আক্রান্তদের সহায়তা করছে জীবনের ঝুঁকি নিয়ে।
ইউলিয়া নাভালনায়া — রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী, যিনি স্বামীর মৃত্যুর পর মানবাধিকার রক্ষায় সরব।
ওডিআইএইচআর (ODIHR) — নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় সক্রিয়।
জাতিসংঘের সংস্থাগুলো — ইউএনএইচসিআর ও ইউএনআরডব্লিউএর নামও আলোচনায় রয়েছে শরণার্থী ও ফিলিস্তিনি সহায়তার জন্য।
আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে ও আইসিসি) — বিশ্ব বিচারব্যবস্থায় ভূমিকার জন্য সম্ভাব্য বিজয়ী হতে পারে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা — যেমন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ ও ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’।

 

কমিটির দৃষ্টিভঙ্গি
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রিডনেস জানিয়েছেন, তারা কেবল নাম নয়, কাজকেই সর্বাধিক গুরুত্ব দেন। তিনি বলেন, “পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমরা প্রার্থীর সামগ্রিক প্রভাব ও অর্জন দেখি।”

নরওয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক প্রতিষ্ঠান নুপির (NUPI) পরিচালক হালভার্ড লেইরা বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে কমিটি শান্তির ক্ল্যাসিক সংজ্ঞায় ফিরছে—মানবাধিকার, গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারী অধিকার এখন গুরুত্ব পাচ্ছে। তাই সম্ভবত এবার বিজয়ী হবেন একজন বিতর্কহীন প্রার্থী।”

সবাইকে চমকে দিতে পারে কমিটি
আগের বছরের মতো এবারও নোবেল কমিটি চাইলে সম্পূর্ণ অপ্রত্যাশিত কাউকে পুরস্কারের জন্য বেছে নিতে পারে। ২০২৪ সালে পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহোন হিদানকিও, যারা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আন্দোলনে decades ধরে সক্রিয়।

কে হবেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী—এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন