সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর পরিকল্পিত হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্য পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবরের সহ-সম্পাদক রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের কোটপাড়া এলাকা থেকে তাকে রিক্সায় তুলে কুষ্টিয়া প্রেস ক্লাবের ভেতরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

গুরুতর অবস্থায় প্রথমে রফিকুল্লাহকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দীর্ঘ ৬ ঘণ্টার অপারেশনের পর
দুঃসংবাদ ছিল তাঁর খাদ্যনালি ছিঁড়ে যাওয়ার ফলে অবস্থা ছিল আশঙ্কাজনক, জ্ঞান ফেরেনি বলে শোনা যাচ্ছিল। তবে আজ (৮ অক্টোবর) চিকিৎসাকালীন রফিকুল্লাহ কালবি জ্ঞান ফিরেছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন এবং উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রফিকুল্লাহ কালবির স্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতা সুফী ফারুকের পত্রিকার সাংবাদিক মুন্সী শাহীন আহমেদ জুয়েল বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। কালবীর সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব হুমকি প্রকাশ পেয়েছিল। অভিযোগ, ওই রাতেই মুন্সী শাহীন আহমেদ জুয়েলের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র তাকে তুলে নিয়ে বর্বরোচিত হামলা চালায়।

এ ব‍্যাপারে কুষ্টিয়া মডেল থানায় কালবীর স্ত্রী সারাবান তহুরা বাদী হয়ে মুন্সী শাহিন আহমেদ জুয়েল, শরিফুল ইসলাম শরীফ, আমিন হাসান, সামিউল আজিম সনিসহ ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন