রাউজানে নিহত হাকিম বিএনপির কেউ নন: রুহুল কবির রিজভী

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গুলির ঘটনায় নিহত মো. আবদুল হাকিম এবং ঘটনার সঙ্গে জড়িত কেউই বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেছে দলটি।
বুধবার এক লিখিত বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “রাউজানে সংঘটিত এই সহিংসতা মূলত সমাজবিরোধী ও সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ কোন্দলের ফল। এর সঙ্গে বিএনপি কিংবা দলের কোনো নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই।”
তিনি অভিযোগ করেন, “কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
রিজভী আরও বলেন, “এই রক্তাক্ত ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দৃষ্টান্ত। জনগণ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। চারপাশে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজ করছে, যা চলমান সরকারের ব্যর্থতারই প্রতিফলন।”
তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, “দুষ্কৃতকারীরা প্রকাশ্যে অপরাধে লিপ্ত হলেও আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল। এখনও কোথাও কোনো উল্লেখযোগ্য অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি।”
ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, “বিএনপি রাউজানের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।”
১০৪ বার পড়া হয়েছে