গুম অভিযোগ: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলোর প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেনা, গোয়েন্দা ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনালের বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে এ আদেশ দেন। এদিন দুইটি পৃথক গুমের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়।
প্রথম মামলাটিতে টিএফআই (TFI) ইউনিটের আওতায় সংঘটিত গুমের ঘটনায় শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ মোট ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় জেআইসি (JIC)-এর কার্যক্রমের আওতায় সংঘটিত গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে আরও ৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।
সবগুলো অভিযোগেই মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত গুম, এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পলাতক বলে উল্লেখ করা হয়েছে মামলার নথিতে।
১০৬ বার পড়া হয়েছে