সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইজিবাইক চালক আলিফের হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার মিতনা গ্রামের ১৫ বছর বয়সী ইজিবাইক চালক আমিনুর বিশ্বাস আলিফকে হত্যা করা হয়েছে—এই মর্মান্তিক সত্যি উন্মোচন করেছে নড়াইল জেলা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আলিফের মা রোজিনা বেগম গত ৫ অক্টোবর তার ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার তদন্তে জানা যায়, ৩ অক্টোবর সকালে আলিফ বাড়ি থেকে ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। তার শেষ দেখা মিলেছিল স্থানীয় দুই যুবক মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০) এর সঙ্গে।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগের সহায়তায় মিনারুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মিনারুল স্বীকার করেছেন, তারা পরিকল্পিতভাবে আলিফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর দেবভোগ বিল এলাকার পাশের ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে দিয়ে গলায় দড়ি দিয়ে হত্যা করা হয় আলিফকে।

ঘাতকরা হত্যাকাণ্ডের পর ভিকটিমের ইজিবাইকটির ব্যাটারি খুলে নড়াইল শহরের মুচিরপোল এলাকায় বিক্রি করে দেয়। পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক, ব্যাটারি ও আলিফের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করেছে।

৬ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে পালানোর সময় হৃদয় মোল্যা কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোজিনা বেগম নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর এ আলম সিদ্দিকী, সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম এবং নড়াইলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন