নড়াইলের নড়াগাতীতে পুকুরে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৪) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান।
স্থানীয়রা জানায়, বিকেলে তাসলিমা ও তার ছোট ভাই কাওসার পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যাচ্ছিলেন। দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানিরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পাড়ে তাদের অড়না দেখে তল্লাশি করলে পানিতে তাদের মরদেহ পাওয়া যায়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
নিহতের বাবা আজিবার শেখ জানান, তার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানতো না। তারা পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন।
স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
১০৫ বার পড়া হয়েছে