সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে বিশেষ অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আতাউল মন্ডল আটক

এইচ এম ইমরান, ঝিনাইদহ 
এইচ এম ইমরান, ঝিনাইদহ 

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল গ্রামে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসী আতাউল মন্ডল (৫০) কে আটক করা হয়েছে।

বুধবার রাতে মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক আতাউল মন্ডল বামনাইল গ্রামের গোলাম রব্বানী মন্ডলের ছেলে। সেনাবাহিনীর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ ইস্ট বেঙ্গল ঝিনাইদহ ক্যাম্প ও সদর থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে আতাউলের বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি শেড এবং ঘরের বিভিন্ন জায়গা থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুই রাবার বুলেট, একটি ককটেল বোমা, একটি ছোট ধারালো কুড়াল ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, আতাউল মন্ডল একটি হত্যা মামলার আসামি এবং পূর্বে জালিয়াতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি এলাকায় সন্ত্রাসী ‘ঘেনা’র সহচর ও তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে পরিচিত ছিলেন।

আটকৃত আতাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সদর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় এবং পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের আস্থা ও সহযোগিতায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সেনাবাহিনী জানায়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন