কুষ্টিয়ায় ইলিশ রক্ষায় অভিযান: হাজার হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পদ্মা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনি হোসেন নামের এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। এর আগে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আরও ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ, দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ জানান, “মা ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
১০৫ বার পড়া হয়েছে