সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খালের পানিতে ডুবে দুই বছর বয়সী ছাহাদ বিশ্বাসের মৃত্যু ঘটেছে।
ঝিনাইদহের শৈলকুপায় খালে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খালের পানিতে ডুবে দুই বছর বয়সী ছাহাদ বিশ্বাসের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটি ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে। তার দাদা আজিজ বিশ্বাস জানিয়েছেন, দুপুরে খেলার সময় ছাহাদ আচমকাই নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, পরিবার থেকে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর