ইসরায়েলি হেফাজতে নির্যাতনের অভিযোগ গ্রেটার, অস্বীকার ইসরায়েলের

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ অভিযোগ করেছেন, গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তিনি এবং তাঁর সহযাত্রীরা নির্যাতনের শিকার হয়েছেন।
অন্যদিকে, গত সপ্তাহে রয়টার্সকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সব আটক ব্যক্তিকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। তাঁদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি এবং তাঁদের সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে।’
ইসরায়েলের এই মিথ্যাচার আজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট।
মঙ্গলবার স্টকহোমে ফিরে এক সংবাদ সম্মেলনে থুনবার্গ বলেন, ইসরায়েলি সেনারা তাঁদের ‘অপহরণ ও নির্যাতন’ করেছে। যদিও তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক ছিলেন, তবু জানান, তাঁকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্যদের জরুরি ওষুধ থেকেও বঞ্চিত করা হয়েছে।
থুনবার্গ বলেন, “আমি ব্যক্তিগতভাবে যা সহ্য করেছি, তা প্রকাশ করতে চাই না। কারণ আমি চাই না, খবরের শিরোনাম হোক—গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। এটি আসল গল্প নয়। গাজার মানুষের বাস্তবতা আমাদের অভিজ্ঞতার চেয়েও অনেক ভয়াবহ।”
তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা দাবি করে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো অসদাচরণ করা হয়নি। তাঁদের খাবার, পানি, শৌচাগার ও আইনি সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
এর আগে, গত সপ্তাহে থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭৮ যাত্রীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া ও অবরুদ্ধ এলাকার মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ২২ লাখ মানুষের বেশির ভাগই বর্তমানে গৃহহীন এবং ভয়াবহ খাদ্যসংকটে রয়েছেন।
তবে ইসরায়েল দাবি করছে, গাজায় দুর্ভিক্ষ বা খাদ্যসংকটের খবর অতিরঞ্জিত, এবং এ ধরনের ফ্লোটিলা অভিযান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসেরই সুবিধা বাড়ায়।
ফেরার পর থুনবার্গ জানান, আটক অবস্থায় সুইডিশ সরকার থেকেও তারা পর্যাপ্ত সহায়তা পাননি। যদিও সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল এবং আটক নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এটি প্রথম নয়—এর আগেও চলতি বছরের জুন মাসে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করার সময় থুনবার্গকে আটক করে ইসরায়েল।
১১৭ বার পড়া হয়েছে