দুবাইয়ে প্রস্তুতিতে দুর্দান্ত শুরু, সিরিয়াকে হারালো বাংলাদেশ

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
সংযুক্ত আরব আমিরাত সফরে প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের ছাপ রেখেছে লাল-সবুজের মেয়েরা। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স করেন আলপি আক্তার, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই ম্যাচটি বাংলাদেশের বয়সভিত্তিক কোনো নারী দলের ইতিহাসে বিদেশের মাটিতে প্রথম প্রীতি ম্যাচ ছিলো, যা একটি স্মরণীয় উপলক্ষ হয়ে থাকলো। সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
এই সফরের পরপরই বাংলাদেশের মেয়েরা পাড়ি জমাবে জর্ডানে, যেখানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই মিলবে ২০২৬ সালে চীনে অনুষ্ঠেয় মূল আসরের টিকিট।
২০২৫ সালটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বেশ সফল একটি বছর হিসেবে ধরা যাচ্ছে। এরই মধ্যে জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। জাতীয় দল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল এপ্রিল মাসে থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে অংশ নেবে।
দুবাইয়ে সিরিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ দলও সেই ধারাবাহিকতা ধরে রাখার বার্তা দিলো।
১০৪ বার পড়া হয়েছে