তারেক রহমানের সাক্ষাৎকারে তথ্যগত ভুল আছে : টিআইবি

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এ তারেক রহমানের সাক্ষাৎকারভিত্তিক প্রকাশিত এক প্রতিবেদনে দুর্নীতির তথ্য সংক্রান্ত ভুল তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপির আগের শাসনামলে (২০০১–২০০৬) বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। তবে টিআইবি বলছে, এটি তথ্যগতভাবে সঠিক নয়।
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি জানায়, দুর্নীতির ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) ১৯৯৫ সাল থেকে প্রকাশ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশকে এই সূচকে প্রথম অন্তর্ভুক্ত করা হয় ২০০১ সালে, যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। সে বছর বাংলাদেশের স্কোর ছিল সূচকের মধ্যে সর্বনিম্ন।
এরপর ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বাংলাদেশ টানা চার বছর সবচেয়ে কম স্কোর পায়। তবে সেটা পাঁচ বছর নয়, এবং প্রথমবার সূচকের নিচে অবস্থানের সময় বিএনপি ক্ষমতায় ছিল না।
টিআইবি-এর ভাষ্য, দুর্নীতির ধারণা সূচকে স্কোর কম পাওয়া মানে দুর্নীতির মাত্রা বেশি—এই স্কোর ০ থেকে ১০০ পর্যন্ত হয়, যেখানে ০ মানে সর্বোচ্চ দুর্নীতি এবং ১০০ মানে সবচেয়ে কম দুর্নীতি।
বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করতে টিআইবি ইতোমধ্যে এফটির সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে একটি সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে।
এছাড়া টিআইবি জানিয়েছে, দুর্নীতির ধারণা সূচক প্রণয়ন ও প্রকাশ করে মূল সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে জাতীয় পর্যায়ের সংগঠন হিসেবে টিআইবির নিজস্ব গবেষণার কোনো ভূমিকা থাকে না। অন্যান্য দেশের চ্যাপ্টারগুলোর মতোই টিআইবি কেবলমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে সূচকের তথ্য বিশ্লেষণ করে।
সংস্থাটি সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, ভুল তথ্য উপস্থাপন বিভ্রান্তি তৈরি করতে পারে এবং রাজনৈতিকভাবে অপব্যাখ্যা হবার ঝুঁকি থাকে।
১১৩ বার পড়া হয়েছে