হিমাচলে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৮, উদ্ধারকাজ চলছে

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের হিমাচল প্রদেশে টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, রাজ্যের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটে, ভাল্লু সেতুর কাছাকাছি এলাকায় ঘটেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনে যাচ্ছিল। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে বিশাল আকৃতির পাথর বাসটির ওপর পড়ে, যা বাসটিকে সম্পূর্ণভাবে চ্যাপ্টা করে দেয়। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনও বাসের ভেতরে আরও যাত্রী আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ)। ঘটনাস্থলে রাতভর অভিযান চালানো হচ্ছে।
বিলাসপুরে মঙ্গলবার ১২.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে জেলায় একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় শোক জানিয়েছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পিটিআইয়ের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, পাহাড়ের একটি বড় অংশ বাসের ওপর ধসে পড়ায় ভেতরে আটকে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।
১১৩ বার পড়া হয়েছে