মিয়ানমারে বৌদ্ধ উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভে বোমা হামলা, নিহত অন্তত ৪০

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে এক বৌদ্ধ ধর্মীয় উৎসব ও জান্তাবিরোধী সমাবেশে দেশটির সেনাবাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৪০ জন নিহত এবং আরও অন্তত ৮০ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উপলক্ষে স্থানীয়রা চাউং উ শহরে উৎসবের আয়োজন করেছিলেন। সেই সঙ্গে চলছিল জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এই সময় আকাশপথে একটি মোটরচালিত প্যারাগ্লাইডার এসে অনুষ্ঠানের স্থানে দুটি বোমা ফেলে।
উৎসবের আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, হামলার আগেই নিরাপত্তাজনিত কারণে কিছু মানুষকে সতর্ক করা হয়েছিল, ফলে অনেকেই পালাতে সক্ষম হন। কিন্তু বোমা হামলার তীব্রতায় বহু লোক হতাহত হন। তিনি বলেন, "বিস্ফোরণের পর আমরা মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেহের অংশ সংগ্রহ করেছি। শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।"
এক প্রত্যক্ষদর্শী, যিনি নিজেও আহতদের একজন, বলেন, "প্যারাগ্লাইডারটি মাথার ওপর উড়তে দেখে লোকজন দৌড়াতে শুরু করে। ঠিক তখনই দুটি বোমা বিস্ফোরণ ঘটে। আমার দুই সহযোদ্ধা আমার সামনেই মারা গেছেন।"
স্থানীয় সংবাদমাধ্যমগুলোও হামলায় ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারের সেনা সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীরা এবং সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলো যৌথভাবে লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে, দেশটিতে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। জান্তা সরকার এটিকে 'জাতীয় পুনর্মিলনের পথ' হিসেবে উল্লেখ করলেও জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে 'প্রতারণামূলক' বলে অভিহিত করেছেন। বিরোধী গোষ্ঠীগুলোও নির্বাচনের বিরোধিতা করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে।
১১৮ বার পড়া হয়েছে