লালবাগে অবৈধ দোকান বসিয়ে জনদুর্ভোগ: ছয়জনকে কারাদণ্ড

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর লালবাগ এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে সবজি, মাছ, মুরগি ইত্যাদির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে আছে অনেকে। এমন ছয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ ধারায় পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ৮-১০ বছর ধরে লালবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে দোকান বসিয়ে আসছিলেন। আগেও একাধিকবার তাদের সরিয়ে দেওয়া হলেও তারা পুনরায় ফিরে এসে একইভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫ অক্টোবর রাতে লালবাগ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পরদিন (৬ অক্টোবর) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) জনাব আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।
এদিকে, একই দিন মিটফোর্ড হাসপাতালে এক রোগীর ব্যাগ থেকে ৪,৫০০ টাকা চুরির ঘটনায় এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত।
ঘটনাটি ঘটে সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে। ভুক্তভোগী নারী রোগীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তির ভিত্তিতে এই রায় প্রদান করেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।
১১৩ বার পড়া হয়েছে