প্রকাশ্যে নিন্দা করে, গোপনে আমাকে ধন্যবাদ জানায় : নেতানিয়াহু

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনে ইসরায়েলি অভিযান ও গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেছেন শত শত মানুষ।
বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করেন, যেখানে তাঁকে আখ্যায়িত করা হয় ‘সন্ত্রাসী’, ‘গণহত্যাকারী’ এবং ‘ধর্ষক’ হিসেবে।
একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দিতে ওঠেন নেতানিয়াহু। তবে ভাষণ শুরু হতেই প্রতিবাদস্বরূপ একে একে অনেক দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। প্রায় ফাঁকা হলে দাঁড়িয়ে বক্তৃতা দেন নেতানিয়াহু। তাঁর মুখে ছিল স্থির অভিব্যক্তি, কিন্তু উপস্থিতদের চোখে পড়েছে তাঁর অস্বস্তি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ওয়াকআউট জাতিসংঘের মতো কূটনৈতিক মঞ্চে বিরল হলেও, তা রাজনৈতিক প্রতিবাদের অন্যতম শক্তিশালী উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ সময় নেতানিয়াহু তাঁর বক্তব্যে বলেন, “অনেক বিশ্বনেতা প্রকাশ্যে আমাদের সমালোচনা করেন, আবার গোপনে আমাদের ধন্যবাদ জানান।”
বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এ মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের জটিল বাস্তবতা ও দ্বিচারিতার দিকেই ইঙ্গিত করে। তবে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়, কারণ তিনি কোনও রাষ্ট্রনেতার নাম উল্লেখ করেননি।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গাজা যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। অন্যদিকে, ইসরায়েল দাবি করে, তারা হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যই অভিযান চালাচ্ছে।
বিশ্বজুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ, সমালোচনা এবং কূটনৈতিক চাপ বাড়ছে—যার বড় উদাহরণ জাতিসংঘের এই ওয়াকআউট ও মাদ্রিদের বিক্ষোভ।
১৫০ বার পড়া হয়েছে