সর্বশেষ

জাতীয়

দেশে প্রথমবারের মতো স্বর্ণের ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়ে বিক্রি হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়েছে। নতুন এই মূল্যহার আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ ঘোষিত দরে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সোমবার এক বৈঠকে নতুন দাম নির্ধারণ করে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বুলিয়নভল্ট ডটকম ও গোল্ডপ্রাইস ডটকম-এর তথ্য অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩,৯৪৮ থেকে ৩,৯৬৬ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ১.৬ শতাংশ বেশি এবং এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় ৮.৬১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর প্রত্যাশা এবং ভূরাজনৈতিক অস্থিরতা—বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের উত্তেজনা—স্বর্ণের চাহিদা ও দামে বড় ভূমিকা রাখছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার এক সাক্ষাৎকারে বলেন, “স্বর্ণের বাজার এখন মৌসুমি চাহিদা বৃদ্ধির সময় অতিক্রম করছে। যদি ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বরে সুদের হার কমায়, তাহলে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।”

এদিকে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটার রয়টার্সকে জানান, জাপানে ক্ষমতাসীন দলের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শাটডাউনের প্রভাব বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে। ফলে তাঁরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন।

দেশের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, যতদিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর এই উচ্চতায় থাকবে, ততদিন দেশেও স্বর্ণের দাম কমার সম্ভাবনা খুবই কম।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন