সর্বশেষ

আন্তর্জাতিক

হেবরনের কাছে ফিলিস্তিনি যুবককে লাথি মারায় ইসরাইলি সেনা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছাকাছি দুরা শহরে এক ফিলিস্তিনি ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় আইডিএফ।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, বেকারির এক কর্মী আবদুল হাদি মাশারাকে দুই সৈন্যের একজন মাটিতে বসতে বলেন। পরে তিনি ওই ফিলিস্তিনি যুবকের মোবাইল ফোনে কিছু দেখিয়ে বারবার লাথি মারেন। আরেকজন সৈন্য পাশে দাঁড়িয়ে ঘটনার অংশ হন।

আইডিএফ তাদের বিবৃতিতে জানায়, ভিডিওতে যে আচরণ দেখা গেছে, তা বাহিনীর আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী। বাহিনী এ ধরনের আচরণকে ‘গুরুত্বের সঙ্গে’ নিচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সেনাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে তাদের রিজার্ভ সার্ভিস স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতকারীদের সংঘর্ষ-সহিংসতা বাড়ছে। এরই মধ্যে নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে— যার মধ্যে কিছু আইডিএফ সেনারাই ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন