সর্বশেষ

সাহিত্য

বড্ড অভিমানী

মঈনুল রনি
মঈনুল রনি

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
করো যদি কারো ক্ষতি
জেনে নিও হবে না গতি
শান্তি পাবে না এক রত্তি
জীবন যাবে অধোগতি।

কাউকে যদি দাও কষ্ট
সুখ হবে তোমার বিনষ্ট
অহেতুক করো যদি কাউকে অবহেলা
পৃথিবী তোমায় নিয়ে করবে খেলা।

যদি করো কাউকে অপমান
হারাতে হবে শীঘ্রই মান সম্মান
যদি হৃদয়ে ভর করে অহমিকা
অপেক্ষমান জীবন জুড়ে বিভীষিকা।

যদি ছড়াও হিংসা বিদ্বেষ
মনের শান্তি হবে যে নিঃশেষ।
পাপী পাবে পাপের শাস্তি
বিচারহীনতায় সমাজে অনাবিল অস্বস্তি।

ক্ষমা যদি না করো ভুল ভ্রান্তি
মানব সভ্যতা ফিরে পাবে না প্রশান্তি
ছড়াও যদি বিশ্বজুড়ে হতাশা আর গ্লানি
করবেনা ক্ষমা এ পৃথিবী, সে যে বড্ড অভিমানী।

মিছে মায়া

বেহিসেবী মন আমার হিসাব মানে না
আজগুবি চিন্তা আমার কথা শোনে না।
অচেনা লক্ষ্য আমার পথ ফুরায় না
বিষাক্ত মোহ আমার শেষই হয় না।

অলৌকিক চাওয়া আমার মন যে বুঝে না
অলীক ভাবনা আমার সত্য খোঁজে না।
চাওয়া পাওয়া অনন্তইতি টানি না
সমুদ্রে ডুবি আমি সাতাঁর জানি না।

অন্তরে অনন্ত কাদা মুছতে পারি না
একদিন সব সাঙ্গ হবে মেনে মানি না।
জীবন অফুরন্ত নয় মানতে চাই না
এই পৃথিবী মিছে মায়া ভেবে পাই না।

অসহায়
আমি জেলে আছি তোমার অপেক্ষায়
আছি বেঁচে তোমার প্রতীক্ষায়
জলে আছি সাঁতরে পারাপারের অপেক্ষায়
জেগে আছি মহাকালের তিতিক্ষায়।

আকাশে উড়ে তোমার কল্পনা
তোমায় নিয়ে জীবনে শত ভাবনা
পাতালে দেই ডুব তুমিহীনা অসুখ
পূর্ব পশ্চিম আলোহিনা আমি অসহায়।

তোমায় খুঁজি গোধূলিতে রাত দিন
মরুভূমির প্রান্তে তুমি অমলিন
বিবেকহীন সভ্যতায় তোমার বন্দনায়
রাহুর গ্রাসে আমি অসহায়।

ঘুমন্ত নিরালায়
তোমায় নিয়ে হারাইতে আর পারলাম কই
তুমি ছিল আজীবনই আমার সই
দুই মেরুতে আছি একা
তুমি হীনা জীবন বড় ফাঁকা।

একদিন ছিলে আকাশ জুড়ে তুমি
ছিলাম আমি চোখের নয়নমনি
কোথায় হারালে বুকে নিয়ে দ্বিধা
জীবন আমার যেনো মরুভূমি।

জানি ফিরে আসবে না তুমি
অসার এ বুক চিরে ভূমি
থেকো ভালো জ্বেলে আলো তারায়
খুঁজে নিবো ঘুমন্ত এক নিরালায়।

তোমাকেই ভালোবাসছে

আকাশের তারাগুলি বলছে
রাতের গভীরতা ডাকছে
মনের আশাগুলি ভাসছে
হৃদয়ের স্পন্দন কাপছে
তোমাকেই শুধু কাছে চাইছে এ মন
তোমাকেই শুধু ভালোবাসছে।

সাগরের গর্জন তোমাকেই চাইছে
বৃক্ষরাজি গুনগুনিয়ে তোমাকেই গাইছে
তোমাকেই শুধু কাছে চাইছে এ প্রাণ
তোমাকেই শুধু কাছে ডাকছে
তোমাকেই ভালোবাসছে।

পাখ পাখালি উড়ন্ত স্বপ্ন দেখছে
নীলিমার পাহাড়গুলো তোমাকেই ডাকছে
তোমাকেই তারা ভাবছে
তোমাকেই ওরা চাইছে
তোমাকেই চাইছে আমার এ আকাশ
মেঘেরাও তোমাকেই ডাকছে
এ মন চাইছে তোমায়
তোমাকেই ভালোবাসছে।।

(মঈনুল রনির তিনটি কবিতা)

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন