আরও দুটি টিভি চ্যানেলের অনুমোদন, নীতিহীনতা নিয়ে প্রশ্ন

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’র অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও এই অনুমোদন নিয়ে স্বচ্ছতা ও নীতিমালার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে।
নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছে ‘৩৬ মিডিয়া লিমিটেড’। এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। আর লাইভ টিভি’র অনুমোদন পেয়েছে ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। মালিক আরিফুর রহমান, যিনি ছাত্রজীবনে সাংবাদিকতা করলেও বর্তমানে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
তবে দুজনের আর্থিক সামর্থ্য ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে রয়েছে প্রশ্ন। লাইসেন্স প্রক্রিয়া আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসির যাচাই শেষে অনুমোদিত হয়েছে।
গণমাধ্যম বিশ্লেষক ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, “এই সরকার থেকে আশা ছিল স্বচ্ছ ও নীতিনির্ধারিত সিদ্ধান্ত হবে, কিন্তু দেখা যাচ্ছে আগের ধারা বজায় আছে।”
তিনি আরও বলেন, বর্তমানে বেশিরভাগ টিভি চ্যানেল আর্থিক সংকটে, কর্মী ছাঁটাই ও বেতন বন্ধের মতো পরিস্থিতি চলছে। সেক্ষেত্রে বাজার বিশ্লেষণ ছাড়াই নতুন টিভি অনুমোদনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
বর্তমানে দেশে ৫০টি বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্স রয়েছে, এর মধ্যে ৩৬টি সম্প্রচারে, ১৪টি অপেক্ষায়। আইপি টিভির সংখ্যা ১৫। সম্প্রচারের জন্য আরও কিছু আবেদন প্রক্রিয়াধীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে দলীয় আনুগত্য ও স্বজনপ্রীতির মাধ্যমে লাইসেন্স দেওয়ার অভিযোগ তুলে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের সুপারিশ করা হলেও, তা এখনো বাস্তবায়িত হয়নি।
১০৫ বার পড়া হয়েছে