আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্র্যাক সচল করার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী রায়।
এর আগে সোমবার (৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনের বাইরে চলে যায়। এতে চালকসহ পাঁচজন সামান্য আহত হন।
দুর্ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগ দ্রুত কাজ করে একটি ট্র্যাক সচল করে, ফলে আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে সক্ষম হয়।
মোগলাবাজার স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, নির্ধারিত লাইনে না থেমে ট্রেন চালিয়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তে একটি দল কাজ করছে।
১১২ বার পড়া হয়েছে