ছক্কার ঝড়ে উড়ছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ার দোরগোড়ায়

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরে ২৪ ম্যাচে ১৭১ ছক্কা, তিন ম্যাচে দরকার মাত্র ২৯—কি পারবে দলটি ছুঁতে ২০০ ছক্কার মাইলফলক?
ছক্কা মারার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের দারুণ অগ্রগতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি ফরম্যাটে একসময় যেসব দল ছক্কা মারার দাপটে খেলাকে নিয়ন্ত্রণ করত, তাদের তালিকায় এখন জোরালোভাবেই ঢুকে পড়েছে বাংলাদেশ। চলতি বছরে এখন পর্যন্ত ২৪টি ম্যাচে টাইগার ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ১৭১টি ছক্কা—যা দেশটির ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ। গত বছরের আগের রেকর্ড ছিল ১২২ ছক্কার।
এই মুহূর্তে ছক্কার সংখ্যায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথমে রয়েছে প্রতিবেশী পাকিস্তান, যারা ২৬ ম্যাচে মেরেছে ১৯০টি ছক্কা। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ (১৫ ম্যাচে ১৪৮ ছক্কা), এরপর অস্ট্রেলিয়া (১১ ম্যাচে ১১১) ও ইংল্যান্ড (১২ ম্যাচে ১০০)।
বছরের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের তালিকায় ভারতের অবস্থান সপ্তম—১২ ম্যাচে ৯৪ ছক্কা নিয়ে।
২০২১ সালে ২৭ ম্যাচে মাত্র ৮৩ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ, যা অনেকটা হতাশাজনক ছিল। পরের বছরই সেই রেকর্ড ভেঙে ১২২-তে উন্নীত করে দলটি। এবার সেটিও ছাড়িয়ে গেছে অনেক আগেই।
চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজেই দলটির সামনে সুযোগ আসবে ২০০ ছক্কার মাইলফলকে পৌঁছানোর। দরকার মাত্র ২৯ ছক্কা।
সম্প্রতি শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ যেভাবে ছক্কা মেরেছে, তাতে আশাবাদী হতেই পারে দলটি। সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৮, ১০ ও ১০ ছক্কা এসেছে বাংলাদেশের ব্যাট থেকে।
আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে অস্ট্রিয়া—৩২ ম্যাচে ২৮০ ছক্কা। আর মাত্র ১০ ছক্কা মেরেই তারা ছুঁয়ে ফেলবে ভারতের গড়া এক বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড (২০২২ সালে ২৮৯ ছক্কা)।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ বছর সবচেয়ে কম ছক্কা মেরেছে আয়ারল্যান্ড—মাত্র ৬ ম্যাচে ৩০টি। এরপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা, ১০ ম্যাচে তাদের ছক্কা ৬৯টি।
বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন আর শুধু রান খোঁজেন না, খোঁজেন বড় শটের সুযোগ। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছেন তারা। ছক্কার এই রেকর্ড এখন শুধু পরিসংখ্যান নয়, হয়ে উঠছে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন পরিচয়।
১০৪ বার পড়া হয়েছে