সর্বশেষ

সারাদেশ

লামায় প্রবারণা পূর্ণিমা উদযাপন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম দিন দিন আরও প্রশংসনীয় হয়ে উঠছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবানের লামা উপজেলায় উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, একইসাথে উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম।

সোমবার (৬ অক্টোবর) লামা উপজেলার জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাখাওয়াতুল মোনায়েম, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সংকটকালীন সময়ে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকে।”


তিনি আরও বলেন, “সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার পর সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়। খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা প্রদানের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রুহুল আমিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, জমিদাতা মাহবুব রহমান এবং ইয়াংচা মৌজার হেডম্যানসহ স্থানীয় পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছোয়াইং দান, ধর্মীয় দেশনা, সমবেত প্রার্থনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু, ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর নেতৃত্বে এ অঞ্চল থাকবে নিরাপদ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন