ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বন্ধ ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করেন ব্যাংকের গ্রাহক ও চাকরিপ্রত্যাশীরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রাহক আল মাহমুদ, হাদি মোহাম্মদ, জিয়াউল ইসলাম খান, কাজী রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কুদ্দুস, আব্দুস সবুরসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে হাজার হাজার জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আরও দাবি করেন, এ সময়ের মধ্যে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে বক্তারা দ্রুত অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান।
১০৪ বার পড়া হয়েছে