ইছামতি নদীপাড়ের ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৩:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনায় ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্পের আওতায় নদী খননের সময় উত্তোলিত মাটি ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি ও বসতবাড়ির পাশে ফেলার অভিযোগে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ও একদন্ত ইউনিয়নের ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নদী খনন কার্যক্রমে ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি দীর্ঘ সময় ধরে নদীপাড়ের ফসলি জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে স্তূপ করে রেখেছে। এতে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়ির কাঠামোও হুমকির মুখে পড়েছে।
তারা আরও জানান, একদিকে এই মাটি ফেলে জমি ও ঘরবাড়ির ক্ষতি করা হয়েছে, অন্যদিকে এখন সেই মাটি বিক্রি করে পুনরায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম, জমির মালিক আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আজহার আলী, আব্দুল রশিদ, শামসুল ইসলাম ও সলিম উদ্দিন প্রমুখ।
পরবর্তীতে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সমাধানের আশ্বাস দেন।
১০৪ বার পড়া হয়েছে