সর্বশেষ

জাতীয়

ছয় বছরেও চূড়ান্ত হয়নি আবরার হত্যা মামলার নিষ্পত্তি, উদ্বেগে পরিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ছয় বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। বিচারিক আদালত ও হাইকোর্টে রায় ঘোষণার পরও আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

এতে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহত আবরারের পরিবার।

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। ঘটনার পরপরই আবরারের রক্তাক্ত নিথর দেহ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।

আবরারের বাবা বরকত উল্লাহ এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারিক আদালত দুই বছর পর রায় ঘোষণা করে, যেখানে ২০ জনকে মৃত্যুদণ্ড ও বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের মার্চে হাইকোর্টও বিচারিক আদালতের রায় বহাল রাখে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বেশ কয়েকজন আসামি। তাদের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুর দাবি, দুটি রায়েই নানান ধরনের ত্রুটি রয়েছে, যা আপিলে তুলে ধরা হবে।

এদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিপক্ষের আপিল পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন আবরারের বাবা বরকত উল্লাহ। তিনি বলেন, "আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। ছয় বছরেও ন্যায়বিচার না পাওয়া অত্যন্ত কষ্টদায়ক। দ্রুত মামলার নিষ্পত্তি এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।"

সমাজ বিশ্লেষকদের মতে, এমন আলোচিত মামলার বিচার বিলম্বিত হলে তা অপরাধীদের পক্ষেই সুবিধাজনক হয় এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়।

আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে ইতোমধ্যে বুয়েটের শেরেবাংলা হল প্রশাসন হলে স্থাপন করেছে একটি স্মৃতিফলক।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন