সর্বশেষ

আন্তর্জাতিক

বাংলাদেশে যেকোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে, ভোটের মাধ্যমে গঠিত যেকোনো সরকারকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা।

নয়াদিল্লিতে গতকাল (সোমবার) বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন।

বিক্রম মিশ্রি জানান, "বাংলাদেশে জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই আমাদের প্রত্যাশা।" তিনি আরও বলেন, নির্বাচনের সময়সূচি ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তারা প্রত্যাশা করছে।

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, "বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে দলই সরকার গঠন করুক, ভারত তাদের সঙ্গে কাজ করবে।" তিনি যোগ করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত রাখতে উভয় দেশকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করা উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তা দুই দেশের সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে– এ বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, এটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার বিষয়। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় ও আলোচনা প্রয়োজন এবং বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তিনি যথাযথ মনে করেননি।

বিক্রম মিশ্রি আরও উল্লেখ করেন, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের মধ্যেও ভারত তার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং দুই দেশের সম্পর্ক বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন