এজিএম সামনে রেখে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৪:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা'র নির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর ৭ম সভা সোমবার (০৬ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর পুরানা পল্টন লাইন, শান্তিনগরস্থ সমিতির নিজস্ব কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাহী পরিষদের এই সভায় সমিতির সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী সভাপতিত্ব করেন।
শুরুতেই স্বাগতভাষণ দেন এবং সভাটি সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহা: আবুল হোসেন।
সভায় বিভিন্ন আলোচ্যসূচির মধ্যে ছিলো- নির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর ৬ষ্ট্ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। জানুয়ারি ২০২৫-আগষ্ট ২০২৫ মাসের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। এরপর আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অগ্রগতি নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। বার্ষিক রিপোর্ট মুদ্রণের জন্য মহাসচিব ও অর্থসচিবের প্রতিবেদন নির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত হয়। এছাড়া বার্ষিক অডিট রিপোর্ট ২০২৪, বনভোজন ২০২৫ এর আয় ব্যয় হিসাব এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এজিএম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিবিধ বিষয়ে দীর্ঘ সময় ধরে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাহী পরিষদের শনিবার রাতে অনুষ্ঠিত এ সভায় যথাসময়ে উপস্থিত থেকে সভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ জানান সমিতির সভাপতি শেখ সাদী ও মহাসচিব মোহা: আবুল হোসেন।
নির্বাহী পরিষদের এ সভায় বিভিন্নজনের মধ্যে বক্তব্য রাখেন, আকতার-উজ-জামান, আব্দুর রাজ্জাক, কাজী আতিয়ুর রহমান জামিল, সনজিত কুমার বিশ্বাস, কৃষিবিদ আইয়ুব হোসেন খান, সিরাজুল ইসলাম, ইকবাল মহসীন, এ্যাড: আব্দুল মজিদ বাবু, কৃষিবিদ আইয়ুব হোসেন খান, প্রকৌশলী মাহবুবুল আলম সরদার, মুন্সী তরিকুল ইসলাম, কামরুল হাসান সুজন, আশরাফুল ইসলাম লায়জু, আবু বকর সিদ্দীক, শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), মীর রফিকুল আলম মঞ্জু, এ্যাডঃ ইমদাদুল হক সবুজ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন এবং জাহাঙ্গীর আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হওয়ার সভায় আশাবাদ ব্যক্ত করেন করেন সভাপতি শেখ সাদী।
১৩৭ বার পড়া হয়েছে