সর্বশেষ

সারাদেশ

৮ অক্টোবর গাউসুর রহমানের জন্মদিনে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আশির দশকের প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য আয়োজন। বুধবার, ৮ অক্টোবর, বিকেল ৪টায় টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে (দ্বিতীয় তলা) এই আয়োজন করা হয়েছে। 

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন খান। এ ছাড়া, কবি গাউসুর রহমান নিজেও তার অনুভূতি প্রকাশ করবেন।

অতিথি ভাষণে অংশ নেবেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর আলী ইদ্রিস, প্রফেসর মঈন হুদা, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, ছড়াকার ও গবেষক স্বপন ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আসাদ উল্লাহ। অনুষ্ঠান শুরু হবে কবি স্বাধীন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্বর্ণা চাকলাদার ও জুবায়েদ ইবনে সাঈদ।

 

কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক আসাদ উল্লাহ ও সদস্য সচিব স্বাধীন চৌধুরী এই আয়োজনের সব ধরনের প্রস্তুতিসহ সকল সৃজনশীল ও সাহিত্যানুরাগীদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

 

একজন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি অনুরাগীর জন্য এটি এক অনন্য আয়োজন। যেখানে কবিতা ও সাহিত্য প্রেমীরা একত্রিত হয়ে স্মরণ করবেন গাউসুর রহমানের অসামান্য জীবন ও সাহিত্যকর্ম।


এক নজরে কবি ও গবেষক গাউসুর রহমান:
বাংলা ভাষা ও সাহিত্যের একজন নিবেদিতপ্রাণ কবি, প্রাবন্ধিক, গবেষক ও কলামিস্ট গাউসুর রহমান বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ১৯৬৫ সালের ৮ অক্টোবর ময়মনসিংহের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই বহুমুখী ব্যক্তিত্বের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আবদুল মান্নান এবং মাতা হোসনে আরা বেগম। তিনি তাঁদের জ্যেষ্ঠ সন্তান।

শৈশব থেকেই সাহিত্যচর্চার প্রতি অনুরাগী গাউসুর রহমান ছাত্রজীবন থেকেই ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-গবেষণা, ফিচার ও কলাম লেখাসহ সাহিত্যের প্রায় সব ধারায় তাঁর সৃজনধারা অব্যাহত রেখেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে আইনে ডিগ্রি অর্জনের পর তিনি কর্মজীবন শুরু করেন ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে।

নিজস্ব ভাষা ও কাব্যধারায় স্বকীয়তার পরিচয় দেওয়া এই কবি এখন পর্যন্ত ৬৫টি গ্রন্থ প্রকাশ করেছেন। এর মধ্যে ‘জাতিসত্তার কবি: মুহম্মদ নূরুল হুদা’ এবং ‘কবিতার শামসুর রাহমান’ বিশেষভাবে উল্লেখযোগ্য। নজরুল ইসলাম, শামসুর রাহমান, ফররুখ আহমদ, জসীমউদ্দীন, রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য নিয়ে তাঁর একাধিক গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে।

সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি রাজধানীতে ‘অতিশ দীপঙ্কর পরিষদ’ তাঁকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেছে।

অদম্য সাহিত্যানুরাগী ও গবেষক গাউসুর রহমান তাঁর লেখনী ও গবেষণার মাধ্যমে বাংলা সাহিত্যের নানা দিক উন্মোচন করে চলেছেন। তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত তাঁর সাহিত্য ও গবেষণাধর্মী লেখা ইতিমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন