সর্বশেষ

চিকিৎসা

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন গবেষক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানি বিজ্ঞানী শিমন সাগাগুচি। শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থা নিয়ে যুগান্তকারী গবেষণা, বিশেষ করে পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ক আবিষ্কারের জন্য এই সম্মাননা পেয়েছেন তাঁরা।

সোমবার (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির বিবৃতিতে জানানো হয়, এই তিন গবেষকের কাজের ফলে বোঝা গেছে, কীভাবে আমাদের শরীর নিজেকে ‘আত্মঘাতী’ প্রতিরোধ প্রতিক্রিয়া থেকে রক্ষা করে। অর্থাৎ, শরীর নিজের উপাদান বা নিরীহ বহিরাগত উপাদানের (যেমন খাদ্য উপাদান বা উপকারী ব্যাকটেরিয়া) বিরুদ্ধে ভুলবশত রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি না করেই সঠিক ভারসাম্য বজায় রাখে। এই প্রক্রিয়াকেই বলা হয় পেরিফেরাল ইমিউন টলারেন্স।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা ভবিষ্যতে অটোইমিউন রোগ, অ্যালার্জি এমনকি অঙ্গপ্রতিস্থাপনজনিত জটিলতা নিরসনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

নোবেল পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র, এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বর্তমানে প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা ১৪ কোটি ৬১ লাখ টাকা)। যদি কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকেন, তবে এই অর্থ সমভাবে ভাগ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
চিকিৎসা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন