সর্বশেষ

রাজনীতি

এক সপ্তাহের মধ্যে বহু মামলার প্রতিবেদন দাখিল : তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে।

সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, "গতকালই বলে দিয়েছি—এই সপ্তাহের মধ্যেই গুম সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। অনেক কিছু ঘটতে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আজ এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না।"

চলমান বিচার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। অনেক মামলাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা বিচার নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, "ফরমাল চার্জগুলোই তাদের জন্য জবাব। তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক চার্জ দাখিল করা হচ্ছে।"

তিনি আরও বলেন, “জাতি যে প্রত্যাশা করেছিল—এই দেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে—সেই প্রত্যাশা পূরণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথেই রয়েছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচারকাজ সম্পন্ন হবে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সব কিছু একসাথে হবে না। ধাপে ধাপে সব কিছু হবে। মামলাগুলো এখন ম্যাচিউর স্টেজে আছে। সময় মতো আপনারা এর ফলাফল দেখতে পাবেন।"

বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, “প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। কেউ দায়মুক্তি পাবেন না, কেউ পালিয়ে বাঁচবেন—এমন দুরাশা করে লাভ নেই। ন্যায়বিচার নিজস্ব গতিতেই চলবে।”

গুমের মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়ে তিনি বলেন, “সব গুমের তদন্ত শেষ না হলেও, প্রধান কয়েকটি মামলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। যেহেতু এগুলো জটিল মামলা, তাই প্রতিটি খুঁটিনাটি ভালোভাবে যাচাই করা হচ্ছে।”

প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, "বাকিটা আপনারা দেখতে পাবেন।"

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন