খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে: তারেক রহমান

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা থাকবে কিনা, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আপনারা এমন একজন মানুষের কথা বলছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ আজ তিনি গুরুতর অসুস্থ, যা মিথ্যা মামলায় কারাবরণ এবং চিকিৎসার অপ্রতুলতার ফল।”
তিনি বলেন, “একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু যখন বের হয়েছেন তখন তিনি অসুস্থ হয়ে বের হয়েছেন। তাকে চিকিৎসার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। তারপরও যিনি বারবার দেশের গণতন্ত্রের জন্য লড়েছেন, সেই মানুষটির ভবিষ্যৎ ভূমিকা পুরোপুরি তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করছে।”
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করতে চাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশিত নির্বাচনে যদি খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”
ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব কে দেবেন—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “রাজনীতি পরিবারকেন্দ্রিক নয়। এটা নির্ভর করে জনগণের সমর্থন ও সংগঠনের ওপর। যে সংগঠনকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিতে পারবে, সে-ই নেতৃত্বে আসবে।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে দীর্ঘ সময় ধরে নির্যাতন, জেল-জুলুম, মিথ্যা মামলা ও অপপ্রচারের শিকার হয়েছি। এগুলো অতিক্রম করেই আজকের জায়গায় এসেছি। কাজেই সময় এবং পরিস্থিতিই প্রমাণ করবে কে নেতৃত্বে উপযুক্ত।”
সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।
১১৬ বার পড়া হয়েছে