সর্বশেষ

খেলা

হংকংয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ, দেশে এসেছেন হামজা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংকে আতিথ্য দেবে জামাল ভূঁইয়ারা। ফিরতি ম্যাচটি হবে ১৪ অক্টোবর, হংকংয়ে।

এই ম্যাচকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকেই চলছে কোচ হাভিয়ের ক্যাবরেরার প্রশিক্ষণ ক্যাম্প। দলে বড় সংযোজন হিসেবে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে খেলার ব্যস্ততা শেষ করে তিনি সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি চলে যান দলের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গত ৪ অক্টোবর হামজা লেস্টারের হয়ে স্কোয়াডে থাকলেও সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামেননি। তবে তার দল ৩-১ গোলে জয় পেয়েছে। সেই ম্যাচের পরই জাতীয় দলের দায়িত্ব পালনে দেশে ফেরেন হামজা।

উল্লেখ্য, এই বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এখন পর্যন্ত লাল-সবুজের হয়ে তিনি তিনটি ম্যাচ খেলেছেন, করেছেন এক গোল ও একটি অ্যাসিস্ট।

এদিকে দলের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনো যোগ দেননি ক্যাম্পে। কানাডার একটি লিগে খেলা শমিতের আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে। জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই মিডফিল্ডারের। তিন ম্যাচে এখন পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপে এখন পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং রয়েছে দ্বিতীয়স্থানে, আর একই পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সিঙ্গাপুর শীর্ষে। বাংলাদেশের মতো ১ পয়েন্ট নিয়েও ভারতের অবস্থান সবার নিচে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন