আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই : সিইসি নাসির উদ্দিন

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, "আমরা আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। এ লক্ষ্যে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।"
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, "সংস্কার কমিশনের কাজ আমাদের অনেকটা সহায়তা করেছে। তারা ইতোমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে, ফলে আমাদের সংলাপ শুরু হতে কিছুটা দেরি হয়েছে। তবে এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা গণমাধ্যমের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।"
নির্বাচন কমিশন যে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তা উল্লেখ করে সিইসি জানান, "ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এতে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে অনেকে আগে ভোট দিয়েছেন বলেও গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। এ ছাড়া নতুনভাবে ৪৩ লাখের বেশি ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী-পুরুষ ভোটারের ব্যবধান ৩০ লাখ থেকে কমে ১৮ লাখে এসেছে, যা একটি বড় অগ্রগতি।"
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর কথা জানিয়ে তিনি বলেন, "আমরা আইন অনুযায়ী প্রায় ১০ লাখ ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছি। আইন থাকলেও এতদিন বাস্তবায়ন হয়নি, এবার আমরা তা করতে চাই।"
গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন, "মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবেলায় মিডিয়ার গুরুত্ব অপরিসীম। আমরা চাই মিডিয়াকে পার্টনার হিসেবে নিয়ে সামনে এগিয়ে যেতে।"
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় চার নির্বাচন কমিশনার, ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
১০৭ বার পড়া হয়েছে