সর্বশেষ

প্রবাস

ভারতের কারাগারে সবচেয়ে বেশি বিদেশি বন্দি বাংলাদেশি নাগরিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে বন্দি বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের নাগরিকদের—সম্প্রতি প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত ‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতের কারাগারগুলোতে মোট ৬ হাজার ৯৫৬ জন বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। এর মধ্যে প্রায় ৩৬ শতাংশ, অর্থাৎ ২ হাজার ৫০৮ জনই পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে।

প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই বিদেশি বন্দিদের মধ্যে প্রায় ৮৯ শতাংশ বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে মোট ২৫ হাজার ৭৭৪ জন বন্দির মধ্যে প্রায় ৯ শতাংশই বিদেশি। তাদের মধ্যেও বাংলাদেশিদের সংখ্যাই সর্বাধিক। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে ৭৭৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ১ হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় রয়েছেন।

বিদেশি বন্দিদের মধ্যে বাংলাদেশিদের পরেই রয়েছে মিয়ানমারের নাগরিকেরা। বিচারাধীন বন্দিদের মধ্যে বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ এবং আটকের হার তুলনামূলকভাবে বেশি। বিষয়টি সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নীতির দিকে নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন