এসএমএস হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড, আইসিইউতে ৮ রোগীর মৃত্যু

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন গুরুতর রোগী।
রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি, নথিপত্র এবং রক্তের নমুনাসহ নানা সামগ্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ট্রমা সেন্টারের নিউরো আইসিইউতে অগ্নিকাণ্ডের সময় ১১ জন রোগী ভর্তি ছিলেন। ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ঢাকড় জানান, আগুনের সূত্রপাত হয় সংরক্ষণাগার (স্টোররুম) থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
ঘটনার সময় পুরো ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আইসিইউ। দমকল বাহিনী পৌঁছে বিপরীত পাশের জানালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে অনেক রোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতদের মধ্যে রয়েছেন—পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ, রুক্মণি ও কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা, উত্তরপ্রদেশ), বাহাদুর (সাঙ্গানার, জয়পুর) এবং দিগম্বর ভার্মা।
একজন ওয়ার্ড বয় বিকাশ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে যান, এবং তিন থেকে চারজন রোগীকে বের করে আনতে সক্ষম হন। তবে ধোঁয়া ও আগুনের কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা অপারেশন থিয়েটারে ছিলাম, খবর পাওয়ামাত্র ছুটে যাই। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আর ভিতরে ঢোকা যায়নি।”
ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় মন্ত্রী জোগারাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তদন্তের আশ্বাস দেন।
তবে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একজন রোগীর স্বজন অভিযোগ করেন, “আমরা আগুনের ধোঁয়া দেখে হাসপাতাল স্টাফদের জানিয়েছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। পরে আগুন লাগলে তারা পালিয়ে যায়। এখনো আমাদের স্বজনের অবস্থা কী, কেউ কিছু বলছে না।”
স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে