আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাঁচ বছর পর আবারও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক।
এ লক্ষ্যে দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় পৌঁছাচ্ছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ। সফরকালে তিনি শুধু বৈঠকে অংশ নেবেন না, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল ও নীতিনির্ধারকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চতুর্থ দফার এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার মতো বিষয়গুলো এতে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ঢাকা সফরের অংশ হিসেবে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় খোঁজা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
১০৬ বার পড়া হয়েছে