দীর্ঘদিন পর সাক্ষাৎকারে তারেক রহমান: 'দ্রুতই দেশে ফিরবো ইনশাআল্লাহ'

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা, আগামী নির্বাচনে বিএনপির কৌশল এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কথা বলেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”
দেশে ফেরার সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি জানান, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো?”
তারেক রহমান জানান, তিনি চান একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন।
সাক্ষাৎকারে দেশে ফেরার পথে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে তারেক রহমান বলেন, “বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকেও নানা ধরনের শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে এসেছে।”
তবে এসব শঙ্কা তাকে দেশে ফেরার সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রসঙ্গত, এক বছরের বেশি সময় আগে বাংলাদেশে গণঅভ্যুত্থনের পর অনেকের প্রত্যাশা ছিল, তারেক রহমান দেশে ফিরে দলের হাল ধরবেন। সেই প্রত্যাশার প্রেক্ষিতে এই সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১১৯ বার পড়া হয়েছে