সর্বশেষ

আন্তর্জাতিক

পূর্ব জাভায় স্কুলভবন ধস: নিহত অন্তত ৫০, নিখোঁজ ১৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। ঘটনাটি ঘটেছে স্কুল চলাকালীন সময়ে, যখন ভবনটির ছাদে অতিরিক্ত তলা নির্মাণের কাজ চলছিল।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ভবনটির প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে। তবে ধসে পড়া স্কুল ভবনের পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ায় ধ্বংসস্তূপের পরিমাণ বেড়েছে। নিখোঁজদের অধিকাংশই এই পাশের ভবন থেকে বলে ধারণা করা হচ্ছে।

স্কুলের কয়েকজন শিক্ষক জানান, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়াতে ছাদে অতিরিক্ত তলা নির্মাণের কাজ চলছিল। তবে স্কুলটির মূল কাঠামো অতিরিক্ত তলার চাপ বহনের উপযোগী ছিল না। নির্মাণ শুরুর আগে এ বিষয়ে পর্যাপ্ত যাচাই না করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকে।

দুর্ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল একযোগে কাজ করে চলেছে। নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন