শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান আজ: দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ সোমবার সারাদেশের বৌদ্ধ সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করছে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
একইসঙ্গে শুরু হয়েছে এক মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। পূর্ণিমার এই তিথিটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে মহামানব গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে অবস্থানরত মাতৃদেবীকে অভিধর্ম দেশনা শেষে পৃথিবীতে, ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। এই দিনেই তিনি মানবজাতির কল্যাণে ভিক্ষু সংঘকে ধর্ম প্রচারের নির্দেশ দেন এবং তার তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হয়েছে আজ রাত ১১টা ৫৪ মিনিটে এবং তা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা ৩ মিনিটে। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই শুরু হবে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে এক মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।
এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। আয়োজনগুলোর মধ্যে রয়েছে—জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংসদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, ফানুস উড্ডয়ন এবং বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বাণী দিয়েছেন। রোববার রাতে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা জানান এবং তাকে বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এছাড়াও ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় প্রীতি জানিয়েছেন।
১১৫ বার পড়া হয়েছে