সর্বশেষ

সারাদেশ

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে এক নারীর মৃত্যুর গুঞ্জন, মাংস বিক্রিতে ধস

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের বাসিন্দা। গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, আজেনা বেগমের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ, যেমন আঙুলে ক্ষত, শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ার লক্ষণ দেখা যায়। জানা গেছে, তিনি সম্প্রতি অসুস্থ একটি ছাগল জবাইয়ের সময় হাতে আঘাত পান।

তবে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় দাবি করেছে, অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এ জেলায় কেউ মারা যায়নি। তাদের ভাষ্যে, আজেনা বেগম পূর্ব থেকেই জটিল রোগে ভুগছিলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর ‘ভিত্তিহীন’।

এদিকে বেলকা ইউনিয়নে ১ অক্টোবর থেকে ১৬ জনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। রোগ ছড়িয়ে পড়ায় উপজেলার গরু-ছাগলের মাংস বিক্রিতে ব্যাপক ধস নেমেছে। স্থানীয় মাংস ব্যবসায়ীরা জানান, পরীক্ষিত পশু জবাই করলেও ক্রেতারা আসছেন না।

পরিস্থিতি মোকাবেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর দুটি মনিটরিং টিম গঠন করেছে। গবাদি পশুতে টিকাদান, উঠান বৈঠক, সচেতনতামূলক প্রচার এবং মৃত পশু সঠিকভাবে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর ও গাইবান্ধাকে অ্যানথ্রাক্সপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ২০ লাখ টিকা বিতরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
 

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন