সর্বশেষ

জাতীয়

গণমাধ্যমের সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে পত্রিকা ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দুই পর্ব মিলিয়ে প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী এ সংলাপে অংশ নেবেন।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংলাপ নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল (@BangladeshECS) এবং অফিসিয়াল ফেসবুক পেজে (Bangladesh Election Commission Secretariat) সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। প্রথম দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করবে কমিশন এবং বাস্তবায়নযোগ্য পরামর্শগুলো নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ আয়োজনের উদ্যোগ নেয় ২০০৮ সালের নির্বাচনের আগে ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেই থেকেই নির্বাচনী সংস্কার, সমতাভিত্তিক প্রতিযোগিতা এবং সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে অংশীজনদের মতামত গ্রহণ করে আসছে ইসি।

এবারের সংলাপের মধ্যেই কমিশন বেশ কিছু আইনি সংস্কার সম্পন্ন করেছে। তবে এখনো নির্বাচনের মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ বাকি রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন